Fri, 20 Jul, 2018
 
logo
 

ইসলামের দাওয়াত নিয়ে না.গঞ্জে অনন্ত জলিল

লাইভ নারায়ণগঞ্জ: তবলীগ জামাতের সঙ্গে নারায়ণগঞ্জের একটি মসজিদে জুমার নামাজ আদায় করেছেন চিত্রনায়ক অনন্ত জলিল। এখানে তিনি তিনদিন থাকবেন ও ইসলামের দাওয়াত দিবেন বলে জানাগেছে।

শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে তিনি সদর উপজেলার ফতুল্লার পশ্চিম মাসদাইর বাইতুল আকছা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।

সম্প্রতি তবলিগ জামাতের সাথে সম্পৃক্ত হয়েছেন অনন্ত জলিল। এর অংশ হিসেবে শুক্রবার নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম মাসদাইর বাইতুল আকছা জামে মসজিদে আসেন তিনি। অনন্ত জলিল আসার খবর পেয়ে ওই মসজিদের আশপাশে ভীড় করেন লোকজন।

সর্বশেষ সংবাদ শিরোনাম