Fri, 20 Jul, 2018
 
logo
 

না.গঞ্জে তিন দিনের তাবলিগে আসছেন চিত্র নায়ক অনন্ত জলিল

লাইভ নারায়ণগঞ্জ: তিন দিনের তাবলীগ জামায়াতে অংশ নিতে এবার নারায়াণগঞ্জে যাচ্ছেন চিত্রনায়ক অনন্ত জলিল। ফতুল্লার এনায়েত নগরের বাইতুল আকসা জামে মসজিদে আগামী ১৮ থেকে ২০ আগস্ট তিনি অবস্থান করবেন।

নিজের ফেসবুক পাতায় অনন্ত জলিল লিখেন, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম। বন্ধুগন, ইনশাল্লাহ্ আমি আসছি বাইতুল আকসা জামে মসজিদ নারায়ণগঞ্জ; তিন দিনের তাবলীগে। লোকেশানটা বলছি আপনাদের সুবিধার্থে। পশ্চিম মাজদারই সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন। ইউনিয়ন-এনায়েত নগর, থানা-ফতুল্লাহ্, নারায়ণগঞ্জ।’

না.গঞ্জে তিন দিনের তাবলিগে আসছেন চিত্র নায়ক অনন্ত জলিল

সবাইকে নামাজ পড়ার আহ্বান জানিয়ে অনন্ত বলেন, ‘ইসলাম ধর্ম শান্তির ধর্ম। চলুন আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি এবং আল্লাহ্ তায়ালার কাছে প্রার্থনা করি, যেন তিনি আমাদের সবাইকে ইসলামের নিয়ম-কানুন মানার তৌফিক দান করেন। আমিন।’

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে অনন্ত বলেন, ‘দেশে এখন ভয়াবহ বন্যা। চলুন আমাদের যা কিছু আছে তাই নিয়ে আমরা সবাই বন্যার্থদের পাশে দাঁড়াই এবং আল্লাহ্ তায়ালার কাছে এই সংকট নিরসনের প্রার্থনা করি। দেশকে ভালোবাসুন দেশের মানুষের পাশে থাকুন।’

না.গঞ্জে তিন দিনের তাবলিগে আসছেন চিত্র নায়ক অনন্ত জলিল

এর আগে গত ২৯ জুলাই থেকে রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তিন দিনের তাবলিগ জামায়াতে ছিলেন আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিল। এসময় তিনি ধানমন্ডির রবীন্দ্রসরোবরে উপস্থিত থেকে সবাইকে ইসলামের দাওয়াত দেন।

বিষয়টি আন্তর্জাতিক মিডিতেও বেশ ফলাও করে প্রচার করা হয়। এবার এই তারকা যাচ্ছেন নারায়ণগঞ্জে। উদ্দেশ্য একই, তাবলিগ জামায়াতে অংশ নেওয়া।

সর্বশেষ সংবাদ শিরোনাম