Fri, 25 May, 2018
 
logo
 

‘মুঠোয় ভরা স্বপ্ন’ ও ‘বিশ্বাস’ নিয়ে ‘যতনে’ ন্যানসি

নতুন বছরের শুরুতেই ন্যানসির তিন গানের ইপি অ্যালবাম বের হচ্ছে। এর নাম রাখা হয়েছে ‘যতনে’। এই শিরোনামের একটি গান রয়েছে এতে। অন্য দুটির শিরোনাম ‘মুঠোয় ভরা স্বপ্ন’ এবং ‘বিশ্বাস’।

এর মধ্যে ‘বিশ্বাস’ গানটিতে ন্যানসির সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন ইমরান। সব গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর করেছেন মোহাম্মদ মিলন, সংগীতায়োজনে এমএমপি রনি।

‘মুঠোয় ভরা স্বপ্ন’ ও ‘বিশ্বাস’ নিয়ে ‘যতনে’ ন্যানসি

নতুন ইপি অ্যালবাম প্রসঙ্গে ন্যানসি বললেন, ‘এ প্রজন্মের সুরকারদের মধ্যে মিলন ভালো কাজ করছে। নতুন গানগুলোতেও সেই ছাপ পাওয়া যাবে। গানগুলোর কথা, সুর ও সংগীতায়োজন আমার বেশ ভালো লেগেছে। শ্রোতাদেরও পছন্দ হওয়ার মতো।’

চলতি সপ্তাহ থেকে জিপি মিউজিক ও রবি ইয়ন্ডার মিউজিকে গানগুলো শোনা যাবে। ‘যতনে’ বাজারে আনছে সংগীতা। তাদের ইউটিউব চ্যানেলেও পাওয়া যাবে এ তিনটি গান।

সর্বশেষ সংবাদ শিরোনাম