Tue, 22 May, 2018
 
logo
 

মাহির বিরুদ্ধে পরিচালকের অভিযোগ

লাইভ নারায়ণগঞ্জ: বছরের শুরু থেকেই আলোচনায় ছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মাঝে বিয়ের পর কিছুটা আড়ালে চলে যান। কিন্তু বছরের শেষদিকে আবারও খবরের শিরোনাম হলেন।

সম্প্রতি চিত্রনায়িকা মাহির বিরুদ্ধে অভিযোগ করলেন পরিচালক শাহনেওয়াজ শানু। এ বছরের মাঝামাঝিতে শুরু হওয়া ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন মাহি।

অভিযোগ কিছুদিন শুটিং করার পর নতুন করে আর শিডিউল দিচ্ছেন না মাহি। এ প্রসঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান জানিয়েছেন, বৃহস্পতিবার পরিচালক শাহনেওয়াজ শানু লিখিতভাবে মাহির বিরুদ্ধে অভিযোগ করেন যে, কিছুদিন শুটিং করার পর নতুন করে আর ছবির জন্য শিডিউল দিচ্ছেন না মাহি।  পরিচালকের কাছ থেকে আমরা সপ্তাহ খানেক সময় নিয়েছি। খুব শিগগিরই মাহির সঙ্গে বিষয়টি আলোচনা করেই মিটমাট করে ফেলব।’

সর্বশেষ সংবাদ শিরোনাম