Fri, 25 May, 2018
 
logo
 

নিজের ‘গোপন কথা’ নিজেই ফাঁস করলেন বলিউড বাদশা

লাইভ নারায়ণগঞ্জ : ক্লান্ত হয়ে থাকলে ঘুম এসে যায় সহজেই! সে সাধারণ মানুষ হোন বা সেলেব্রিটি- সবার ক্ষেত্রেই এক নিয়ম! যদি অন্রিদার অসুখ না থাকে! কিন্তু যত ক্লান্তই থাকুন না কেন, রোজ রাতে একটা বিশেষ কাজ না করলে ঘুমই আসে না বলিউড বাদশাহর!

সম্প্রতি যা নিজের মুখেই কবুল করেছেন শাহরুখ খান।

‘রইস’ ছবির প্রচারে এক অনুষ্ঠানে এসে শাহরুখ জানিয়েছেন, খুব ছোটবেলা থেকেই তিনি কমিকস বই আর কার্টুনের প্রতি অদম্য এক টান অনুভব করেন। বয়স বাড়লেও সেই টান এতটুকু ফিকে হয়নি। এমনকি এও জানিয়েছেন শাহরুখ, একটা সময় তিনি রীতিমতো লোকের কাছে হাতও পেতেছেন প্রিয় কমিকস বই কেনার জন্যে! তা, শাহরুখের ঘুমের সঙ্গেও কি এই কমিকস পড়ার কোনো রকম সম্পর্ক রয়েছে?

সময় আর ব্যস্ততা ইদানীং একটু হলেও নষ্ট করে দিয়েছে শাহরুখের বই পড়ার অভ্যাসটা! তবে কার্টুন দেখার নেশা তার একটুও কমেনি। এখনো শুটিংয়ের ফাঁকে ফাঁকে পছন্দের কার্টুন রেকর্ড করে রাখেন নায়ক। তারপর রাতে বাড়ি ফিরে, ঘুমাতে যাওয়ার আগে সেই কার্টুন এপিসোডগুলো তার দেখা চাই-ই চাই! এই নিয়মের সাধারণত অন্যথা হয় না বলেই জানিয়েছেন তিনি! সুন্দর অভ্যাস, তাই না?

সর্বশেষ সংবাদ শিরোনাম