Fri, 25 May, 2018
 
logo
 

নতুন বছরে ফেসবুকের নয়া চমক, চমকে যাবেন আপনিও

লাইভ নারায়ণগঞ্জ: বছর শেষে ইউজারদের জন্য নতুন গিফট নিয়ে আসছে ফেসবুক। ‘নিউইয়ার গিফট’ হিসেবে এবার ফেসবুক মেসেঞ্জারে নতুন ফিচারের কথা বলল ফেসবুক। প্রথম গ্রুপ ভিডিও চ্যাটিং-এর সুবিধা। ভাইবার, গুগল ডুয়ো, স্কাইপ্লির সাথে প্রতিযোগিতায় এবার গ্রুপ চ্যাটিং-এর ফিচার অ্যাড করল ফেসবুক।


এতদিন ফেস্লটু-ফেস চ্যাটিং থাকলেও গ্রুপ চ্যাটিং ফিচার ছিল না মেসেঞ্জারে। এবার থেকে একইসাথে ৫০ জনের সাথে ভিডিও চ্যাট করতে পারবেন ইউজার। এর মধ্যে ছয়জন ইউজারকে আলাদা স্ক্রিনে দেখা যাবে। বাকিরা এক এক করে তাদের সাথে অ্যাড হতে পারবেন। তবে ছয়জনের বেশি একসাথে ভিডিওতে থাকতে পারবে না। অডিও পেলেও পালা করে ভিডিওতে আসতে হবে।

এই সুবিধা পাওয়ার জন্য ফেসবুক মেসেঞ্জারের নতুন ভার্সন আপডেট করার পরামর্শ দিয়েছেন ফেসবুকের মেসেঞ্জারের প্রোডাক্ট ম্যানেজার স্টিফানি টেইন।

সর্বশেষ সংবাদ শিরোনাম