Tue, 22 May, 2018
 
logo
 

পপ স¤্রাট মাইকেল জ্যাকসনের ৭ম মৃত্যু বার্ষিকী আজ

নিউজ ডেস্ক,লাইভ নারায়ণগঞ্জঃ পপ স¤্রাট মাইকেল জ্যাকসনের ৭ম মৃত্যু বার্ষিকী আজ।

স্নায়ু শিথিল করতে, অতিরিক্ত ওষুধ সেবনে ২০০৯ সালে নিজ বাসায় মারা যান তিনি।
৪ ভাইকে সাথে নিয়ে মাত্র ৬ বছর বয়সে পেশাদার জগতে পা রাখেন, মাইকেল জ্যাকসন। একক ভাবে কাজ শুরু করেন, ১৯৭১ সালে। তবে, বিশ্বজুড়ে উন্মাদনা ছড়ান আরো ১১ বছর পর। ১৯৮২ সালে তার থ্রিলার অ্যালবাম ভেঙে দেয় অতীতের সব রেকর্ড। অলটাইম হিটসের তালিকায় রয়েছে, তার 'অফ দি ওয়াল', 'ব্যাড', ড্যানজেরাস ও হিস্টরি। সর্বকালের সবচেয়ে সফল বিনোদন তারকা হিসেবে গিনেস বুকেও জায়গা পেয়েছেন মাইকেল জ্যাকসন।

সর্বশেষ সংবাদ শিরোনাম