Sun, 17 Feb, 2019
 
logo
 

বন্দরে ভয়াবহ অগ্নিকান্ড

বন্দর করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ : বন্দরের কুড়িপাড়ার মেম্বারের দোকান নামক এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ১০-১২টি দোকানঘর পুুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে মদনগঞ্জ ও ডেমরা দুটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে রাত ১২টা দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ২০ লাখ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের।অগ্নিকান্ডের কারণ জানাতে না পারলেও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে হঠাৎ করে দাউদাউ করে আগুন জ্বলে উঠতে দেখেন তাঁরা। এখানে কাপড়ের জুট, মুদী দোকান, সেলুনসহ অন্তত ১২টি দোকান ছিলো। সবগুলো পুরে ভস্ম। খবর পেয়ে ফায়ার সার্ভিস আসলেও আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস কর্মীরা জানায় আগুন লাগার কারন ও তাৎক্ষনিক ক্ষয়ক্ষতি পরিমান নিরূপন করা যায়নি।

সর্বশেষ সংবাদ শিরোনাম