Thu, 19 Jul, 2018
 
logo
 

আরো অবনতি, শীলতক্ষ্যার পানি বিপদসীমার ২৪ সেন্টিমিটার উপরে

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আরো অবনতি হয়েছে নারায়ণগঞ্জের শীলতক্ষ্যা নদীর পানি। আজ মঙ্গলবার (২২ আগস্ট) নদীটিতে বিপদসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গতকাল (২১ আগস্ট) নদীটিতে পানির প্রবাহ হয়েছিল বিপদসীমার ১৭ সেন্টিমিটার উপর দিয়ে।


বন্যা পূর্নবাস ও সতর্ক করণ কেন্দ্র বলছে, শীতলক্ষ্যা নদীতে আজ সকাল ৬টায় (২২ আগস্ট) ৫.৭৪ সেন্টিমিটার পানির সমতল। নদীটিতে বিপদসীমা হচ্ছে ৫.৫০ সেন্টিমিটার। এর আগে শীতলক্ষ্যায় সর্বচ্চ ৬.৯৩ সেন্টিমিটার পর্যন্ত পানি হয়েছিল।

আরো অবনতি, শীলতক্ষ্যার পানি বিপদসীমার ২৪ সেন্টিমিটার উপরে
বন্যা পূর্নবাস ও সতর্ক করণ কেন্দ্রের ওয়েব সাইডটির তথ্য মতে, গত ১৭ আগস্ট ৫.১২ সেন্টিমিটারে, ১৮ আগস্ট ৫.২৪ সেন্টিমিটার, ১৯ আগস্ট ৫.৩২ সেন্টিমিটার, ২০ আগস্ট ৫.৬২ সেন্টিমিটার ও ২১ আগস্ট পানির ছিলো স্তর ৫.৬৭ সেন্টিমিটারে।

অন্যদিকে ২১ আগস্ট দিবাগত রাতের বৃষ্টিতে ডিএনডির নিম্নাঞ্চলের পানি আরো ৪ থেকে ৫ ইঞ্চি বৃদ্ধি পেয়েছে। যা গত ৭ দিনেরও বেশি সময় লেগেছে সিদ্ধিরগঞ্জের শিমরাইল পাম্প হাউজের কমিয়ে আনতে।

সর্বশেষ সংবাদ শিরোনাম