Mon, 18 Feb, 2019
 
logo
 

রমজান শেষ হওয়ার সাথে কমে গেছে মুসল্লির সংখ্যা

লাইভ নারায়ণগঞ্জ: পবিত্র মাহে রমজানের প্রথম থেকে শুরু করে শেষ জুমা পর্যন্ত নারায়ণগঞ্জের সকল মসজিদে ছিল মুসল্লিদের ঢল। এসময় রোদ, বৃষ্টি উপেক্ষা করে গেটের বাইরের সিঁড়ি ও রাস্তায় নামাজ আদায় করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা। কিন্তু রমজান মাস চলে যাওয়ার সাথে সাথে পাল্টি গেছে সেই চিত্র। বেশির ভাগ মসজিদেই ছিলো ফাঁকা।

শুক্রবার (২২ জুন) বেলা ১২টা গড়িয়ে ১টা অতিক্রম করলেও অনেকটা ফাঁকা ছিলো মসজিদ। এসময় বিভিন্ন মসজিদে ধারণ ক্ষমতার অর্ধিক মানুষ নিয়ে জুমার নামাজ আদায় করেছে খতিবরা।

নারায়ণগঞ্জ জেলা তথ্য বাতায়ন থেকে জানা গেছে, জেলার ৫ টি উপজেলায় মোট ২৪২৯টি মসজিদ রয়েছে। এর মাঝে বেশির ভাগ মসজিদই নারায়ণগঞ্জ সড়র উপজেলায়।

ফতুল্লার তক্কারমাঠ এলাকার মদিনা জামে মসজিদের এক মুসল্লি জানান, গত কয়েক সাপ্তাহ নামাজ আদায় করতে দুপুর ১২ টোর সময় অধিক পরির্পূন্ন হয়ে যেতো। কিন্ত আজ দুপুর ১টার সময়ও সমজিদে সেই আগের চিত্র দেখা যায়নি।

সর্বশেষ সংবাদ শিরোনাম