Thu, 24 Jan, 2019
 
logo
 

কদমরসূলে গভীর নলকূপ স্থাপনের প্রতিশ্রুতি দিলেন আবু সুফিয়ান


লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার বন্দর নবীগঞ্জ এলাকায় অবস্থিত ঐতিহাসিক কদমরসূল মাজার দরবারে গভীর নলকূপ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএ আবু সুফিয়ান। 

দরবারের খাদেম খোকন মিয়া জানিয়েছেন, শুক্রবার বাদ জুমা কদমরসূল দরবার মসজিদে নামাজ শেষে মাজারের উন্নয়ন কাজ পরিদর্শন করেন একেএম আবু সুফিয়ান। পরিদর্শন শেষে উপস্থিতিদের কাছে এ প্রতিশ্রুতি দেন তিনি। এতে খাদেম পরিবারের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানানোও হয়।

এসময় উপস্থিত ছিলেন-কদমরসূল দরগাহের খাদেম ও উন্নয়ন কাজের তদারকের দায়িত্বে থাকা আশরাফুজ্জামান মিলন, খাদেম মোঃ খোকন মিয়া, খাদেম রবিউল ইসলাম ও অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু সহ স্থানীয়রা।

এদিকে জানাগেছে, কদমরসুল দরগাহ শরীফের মহিলাদের পুরনো নামাজের ঘরটি ভেঙ্গে সম্প্রসারণ ও দরবারের পূর্বদিকে একটি ওযুখানার নির্মাণ কাজ চলছে। শুক্রবার আবু সুফিয়ান দরকারের খাদেমদের আমন্ত্রনে উন্নয়ন কাজ পরিদর্শন করেন এবং ওযুখানার জন্য একটি গভীর নলকুপ স্থাপন করার আশ্বাস দেন এবং মহিলাদের নামাজের ঘরটির উন্নয়ন কাজে শরীক হওয়ার ইচ্ছাও তিনি পোষণ করেন।

সর্বশেষ সংবাদ শিরোনাম