Fri, 25 May, 2018
 
logo
 

সাত দফা দাবি’তে না’গঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অবস্থান ধর্মঘট

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: সাত দফা দাবী বাস্তবায়নের দাবীতে নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অবস্থান ধর্মঘট কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাসের সঞ্চালনায় এই অবস্থান ধর্মঘট পালন হয়।

নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কমান্ডার গোপীনাখ দাসের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য ও নারায়নগঞ্জ জেলা খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি পিন্টু পলিকাপ পিউরিফিকেশন, মহানগর ঐক্য পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য তাপস বড়ুয়া, সাধারণ সম্পাদক নিমাই দে, বন্দর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি শংকর দাস, সাংগঠনিক সম্পাদক সুজন দাস, সিদ্ধিরগঞ্জ থানা ঐক্য পরিষদের সভাপতি কালীপদ মল্লিক, মহানগর নেতা বাদল রায়, সাংগঠনিক সম্পাদক প্রবাস সাহা, বিজয় সরকার, কৃষ্ণ আচার্য, অরুন দেবনাথ, দপ্তর সম্পাদক ভজন দাস, কোষাধ্যক্ষ পিন্টু রায় সহ নেতৃবৃন্দ।

তাদের সাত দফা দাবীগুলো হলো-নির্বাচন কমিশনে একজন যোগ্য সংখ্যালঘু প্রতিনিধি মনোনয়ন, সাম্প্রদায়িক সহিংসতার চির অবসান, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ণ, সংখ্যালঘু মন্ত্রনালয়, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন ও পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের দ্রুত বাস্তবায়ন এবং শাহাবুদ্দিন কমিশন রিপোর্টের সুপারিশবলীর বাস্তবায়ন করা।

সর্বশেষ সংবাদ শিরোনাম