Fri, 25 May, 2018
 
logo
 

বন্দরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও জশনে জুলুস

বন্দর করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বন্দরে আলোচনা সভা ও জশনে জুলুস মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ ও ২৫ নং ওয়ার্ড আহলে সুন্নত ওয়াল জামাত এ অনুষ্ঠানের আয়োজন করে।

আজিমুশশান জশনে জুলুস মিছিলটি নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে দেউলী চৌরাপাড়া হয়ে কদমরসুল দরগাহ শরীফে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ও আখেরী মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ জাহের শাহ মুজাদ্দেদী আল আবেদী। বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শ্রমিকলীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সিরাজ ভান্ডারী, মাওলানা রুহুল আমিন, আবদুল হাই, আনিসুর রহমান খন্দকার প্রমুখ।

সর্বশেষ সংবাদ শিরোনাম