Fri, 25 May, 2018
 
logo
 

নগরীতে মুসলমানদের বিক্ষোভ: রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দেয়ার দাবী

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: মিয়ানমার সেনাবাহিনীর হাতে নির্যাতিত রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দেয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ মহানগর ও খেলাফত মজলিশ।

শুক্রবার শহরের বিভিন্ন মসজিদের সামনে আয়োজিত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। এর আগে রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছেন তারা।
বিভিন্ন মসজিদের মুসল্লিরা বলেন, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের জন্য সরকার কোনো ভূমিকা পালন না করলে আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে জবাব দেয়া হবে আওয়ামী লীগ সরকারকে। তাই মিয়ানমার সেনাবাহিনীর হাতে নির্যাতিত রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দেয়া দাবী জানান তারা।

নগরীতে মুসলমানদের বিক্ষোভ: রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দেয়ার দাবী
শান্তিতে নোবেল জয়ী অং সান সু চি’র নোবেল পুরস্কার কেড়ে নেয়ার দাবিও জানানো হয় সমাবেশ থেকে।  
উল্লেখ্য, মিয়ানমারে হত্যা, ধর্ষণ আর নিপীড়ন থেকে বাঁচতে দেশ ছেড়ে পালাচ্ছে হাজার হাজার রোহিঙ্গা মুসলিম। মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অমানবিক নির্যাতনে নিজেদের বাড়িঘর ছেড়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিচ্ছে রোহিঙ্গা মুসলিমরা। গত কয়েক সপ্তাহ ধরেই রাখাইন রাজ্যে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটছে।

সর্বশেষ সংবাদ শিরোনাম