Fri, 25 May, 2018
 
logo
 

পবিত্র ঈদুল আজহা ১৩ সেপ্টেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আগামী ১৩ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। শুক্রবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে রবিবার (৪ সেপ্টেম্বর) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।

সে হিসেবে আগামী ২৫ সেপ্টেম্বর, শুক্রবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনে মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

এ সময় ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার সৌদি আরবে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে আগামী ১২ সেপ্টেম্বর সেখানে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সৌদি আরবের চাঁদ দেখা কমিটির এক বিবৃবিতে এ তথ্য জানানো হয়। সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে একই দিন ঈদ উদযাপিত হয়। আর চাঁদ দেখা সাপেক্ষে তার পরের দিন বাংলাদেশে ঈদ উদযাপিত হয়।

সর্বশেষ সংবাদ শিরোনাম