Mon, 22 Oct, 2018
 
logo
 

জেলায় সারাদিনই বৃষ্টি, কমবে শনিবার


স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বঙ্গোপসাগরে নিম্নচাপের পভাবে সারা দেশের ন্যায় অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে নারায়ণগঞ্জেও। বৃহস্পতিবার রাত বৃষ্টি শুরু হয়েছে।  শুক্রবার (২০ অক্টোবর) বিকালেও বর্ষণ অব্যাহত রয়েছে।

এতে ছুটির দিন হলেও স্বাভাবিক জীবনযাত্রার ব্যাপক ছন্দপতন ঘটেছে।

জেলায় সারাদিনই বৃষ্টি, কমবে শনিবার
সাপ্তাহিক ছুটির দিন সকালে কাঁচাবাজারে গিয়ে দুর্ভোগে পড়েন নগরবাসী। বৃষ্টির পানিতে কাদা-পানি মিলে একাকার হয়ে যায়। বৃষ্টিতে ভিজে, কাদা মাড়িয়ে সবাইকে বাড়ির বাজার করতে হয়েছে।
সকাল থেকেই নারায়ণগঞ্জের কখনও গুঁড়িগুঁড়ি আবার কখনো মুষলধারে বৃষ্টিপাতে হচ্ছে। বৃষ্টির কারণে দুপুর পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন নারায়ণগঞ্জের মানুষ। বিশেষ করে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে। ছুটির দিনে অনেকে ঘরবন্দি হয়ে পড়েছেন। শহরের নিম্নাঞ্চলে এরই মধ্যে বৃষ্টির পানি জমে গেছে। অনেক স্থানে পয়োঃনিষ্কাশন ড্রেনের পানি উপচে পড়েছে।

জেলায় সারাদিনই বৃষ্টি, কমবে শনিবার
দিনভর টানা বৃষ্টিতে নগরীর বিপণী-বিতান অনেকটাই ক্রেতাশূন্য হয়ে পড়েছে। ফুটপাতের দোকানগুলো রয়েছে বন্ধ।
আবহাওয়া অফিস জানায়, নিম্নচাপটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি আরও ঘণীভূত হতে পারে এবং উত্তর/উত্তরপশ্চিম দিকে অপ্রসর হতে পারে। শুক্রবার সকালে ভারতের উড়িষ্যার দিকে অগ্রসর হচ্ছিল।
এর প্রভাবে ঢাকা বিভাগে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় সামান্য পরিবর্তন হতে পারে। আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

সর্বশেষ সংবাদ শিরোনাম