Sun, 21 Oct, 2018
 
logo
 

বৃষ্টিতে নারায়ণগঞ্জে সীমাহীন দুর্ভোগ

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে নারায়ণগঞ্জে বৃষ্টিপাত হচ্ছে। হালকা ও মাঝারি বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার রাত  থেকে শুক্রবার (২০ অক্টোবর)  বিকাল ৫টা পর্যন্ত টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেওয়ায় নাগরিক জীবনে নেমে এসেছে চরম ভোগান্তি।

বৃষ্টিতে নারায়ণগঞ্জে সীমাহীন দুর্ভোগ
বিশেষ করে সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন নগরীর বিয়ের অনুষ্ঠানে আসা মেহমানরা। কাকভেজা অবস্থায় কোনোমতে তারা বিয়েতে অংশ নিয়েছেন।
নগরীর ডিংএন্ড ডাং রেস্তোরায় অনুষ্ঠিত বিয়ের থেকে এক ব্যক্তি বলেন, বৃষ্টিতে দূর দুরান্ত থেকে আসা মেহমানরা চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। এখনো (বিকাল সাড়ে ৪টায়) অনেকে আসেনি।

বৃষ্টিতে নারায়ণগঞ্জে সীমাহীন দুর্ভোগ
এদিকে নগরবাসীর ভোগান্তির কথা বর্ণনা দিতে গিয়ে চাষাড়ায় সুমন নামের এক ব্যক্তি বলেন, নিম্নচাপে সৃষ্ট বৃষ্টিতে রাস্তায় পানি জমে গেছে। থেমে থেমে বর্ষণে নগরীর বিভিন্ন এলাকার মানুষ জলবন্দি হয়ে পড়েছেন। অনেক সড়কে হাঁটু পানি জমে গেছে। আবার এই পানির সঙ্গে যুক্ত হয়েছে ড্রেনের ময়লা-আবর্জনা।  ঘর থেকে বেরোনোই মুশকিল।

বৃষ্টিতে নারায়ণগঞ্জে সীমাহীন দুর্ভোগ

সর্বশেষ সংবাদ শিরোনাম