Thu, 24 Jan, 2019
 
logo
 

হলি উইলস স্কুলের শিক্ষার্থীদের অভিনন্দন জানালেন জেলা প্রশাসক

লাইভ নারায়ণগঞ্জ: জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেছেন, মানসম্পন্ন পড়াশোনার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মেধাবী হিসেবে গড়ে তুলতে হবে। মেধাবী শিক্ষার্থীরাই আগামীতে বাংলাদেশকে উন্নতির শীর্ষে নিয়ে যাবে। এজন্য সরকারও সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রাথমিক সমাপনী পরীক্ষায় নারায়ণগঞ্জ জেলা ঢাকা বিভাগে শ্রেষ্ঠ ফলাফল অর্জন করায় মঙ্গলবার (৮ জানুয়ারী) হলি উইলস স্কুলের ছাত্রছাত্রীরা জেলা প্রশাসক রাব্বী মিয়াকে অভিনন্দন জানাতে গেলে তিনি এসব কথা বলেন।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ২০১৮ সালের ফলাফলে ঢাকা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে নারায়ণগঞ্জ জেলা। সারাদেশে সমাপনী পরীক্ষায় পাশের হার ৯৭ দশমিক ৫৯ শতাংশ হলেও নারায়ণগঞ্জ জেলায় এবার পাসের হার ৯৯ দশমিক ৬৩ শতাংশ। আবার নারায়ণগঞ্জ জেলার ফলাফলে শ্রেষ্ঠ সদর উপজেলার ফলাফল।

 

কেন্দ্রীয়ভাবে প্রাথমিক সমাপনী পরীক্ষা গ্রহণের নিয়ম চালু হওয়ার পর নারায়ণগঞ্জ জেলার ফলাফল এমন ভালো আর হয়নি। প্রাথমিক সমাপনী পরীক্ষায় এমন ভালো ফলাফলের জন্য জেলা সমাপনী পরীক্ষা কমিটির সভাপতি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বাী মিয়া এবং কমিটির সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মন্ডলের কৃতিত্ব অনেক। সারা বছর নিরলস প্রচেষ্টার কারণে এ জেলার প্রাথমিক বিদ্যালয়গুলো পড়াশোনার মান অনেক বেড়েছে। জেলা প্রশাসনের সক্রীয় নেতৃত্বের কারণে এ জেলার বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়নের ফলে শিক্ষা ক্ষেত্রে এমন গৌরবময় ফলাফল অর্জন সম্ভব হয়েছে বলে অনেকে মনে করেন।

 

নারায়ণগঞ্জ জেলার এমন ফলাফলের জন্য সিদ্দিরগঞ্জের গোদনাইলের হলি উইলস স্কুলের আয়োজনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা জেলা প্রশাসন কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে জেলা প্রশাসক রাব্বী মিয়া এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মন্ডলকে পুস্পস্তবক দিয়ে অভিনন্দন জানায়। এ সময় সিদ্দিরগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক রাব্বী মিয়া আরো বলেন, তোমাদের ভালোভাবে লেখাপড়া করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। মেধাবী না হলে জীবনে সাফল্য অর্জন সম্ভব নয়। আমরা চাই তোমরা মেধাবী হিসেবে তোমাদের জীবন সুন্দর করবে।

সর্বশেষ সংবাদ শিরোনাম