Thu, 24 Jan, 2019
 
logo
 

না.গঞ্জে প্রাথমিক ও ইবতেদায়ির কে কি পেলো

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় এবার নারায়ণগঞ্জের ৯৯ দশমিক ৪১ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। এছাড়া ইবতেদায়িতে এ হার ৯৭ দশমিক ৬৮ শতাংশ। দুই পরীক্ষা মিলিয়ে পাসের হার ৯৮ দশমিক ৫৪ শতাংশ।

সোমবার সকালে শিক্ষাবোর্ড ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার গণভবনে প্রধানমন্ত্রীর হাতে এ ফলাফল হস্তান্তর করেন। এ সময় সকল বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। পরে জেলায় জেলায় সেই ফল পাঠিয়ে দেওয়া হয়।

গত ১৮ নভেম্বর শুরু হওয়া পিএসসি পরীক্ষায় ৫১ হাজার ৭৫৫ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৫০ হাজার ৯৯৯ জন বা ৯৮ দশমিক ৫৪ শতাংশ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৯২৬ জন।

গত বছর পাস করে ছিলো ৯৮ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী। অংশগ্রহণ করেছে ছেলেরা জিপিএ পেয়ে ছিলো ৬ হাজার ৬২৬ জন।

প্রসঙ্গত, ২০০৯ সালে প্রথম প্রাথমিক সমাপনী শুরু হয়। ইবতেদায়ি সমাপনী শুরু হয় আরো এক বছর পর। সেই অনুযায়ী দশম বারের মতো প্রাথমিক সমাপনী ও নবমবারের মতো ইবতেদায়ি সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবার।

প্রাথমিকে আপনার ফলা দেখতে ক্লিক করুন:
জেলার সকল পিএসসি শিক্ষার্থীর ফল


জেলার সকল ইবতেদায়ির ফল

সর্বশেষ সংবাদ শিরোনাম