Sat, 15 Dec, 2018
 
logo
 

বন্দরে সমাপনী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বন্দর করেসপন্ডেন্ট, লাইভ নারায়নগঞ্জ: নারায়ণগঞ্জ বন্দরে ৬২নং কবি নজরুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ নভেম্বর) দুপুরে থানার চৌরাপাড়াস্থ কবি নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কবি নজরুল মঞ্চে এ দোয়া অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ শহিদুল্লাহ মাষ্টার। কবি নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন আহমদ,নারায়নগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া খোকন, নাসিকের ২২,২৩,২৪ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর শাওন অংকন, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আরিফুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল আলী, যুবলীগনেতা তৈমুর প্রধাণ, প্রধান শিক্ষক শপ্লা বেগম, প্রাক্তন শিক্ষক সায়েদ আলী মাষ্টার, বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য রেহেনা বেগম, উচ্চ বিদ্যালয় প্রতিনিধি সদস্য মনসুর আলী, শিক্ষক প্রতিনিধি কানিজ ফাতেমা, খালেদা পারভিন রুনা, শাহনাজ আক্তারসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

সর্বশেষ সংবাদ শিরোনাম