Tue, 22 Jan, 2019
 
logo
 

পদোন্নতি পেলেন না.গঞ্জ শিক্ষা ক্যাডারের ১২ কর্মকর্তা

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত নারায়ণগঞ্জের ১২ জন প্রভাষক।

বৃহস্পতিবার (১ নভেম্বর) এতথ্য পায় লাইভ নারায়ণগঞ্জ। এর আগে ৩১ অক্টোবর শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদেরকে ওএসডি হিসেবে মাউশি অধিদপ্তরে যোগদান করে পূর্ববর্তী পদের দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

এর আগে ২৯ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের সভা কক্ষে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির লক্ষ্যে বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সভা অনুষ্ঠিত হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো: সোহরাব হোসাইনের সভাপতিত্বে বিভাগীয় পদোন্নতি কমিটির সভায় নারায়ণগঞ্জের ১২ কর্মকর্তাকে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক রফিকুল ইসলাম, আদমজীনগর এম.ডব্লিউ কলেজের ইসলামি ইতিহাস ও সংস্কৃতির নাজমুন নাহার, তোলারাম কলেজের প্রভাষক শিত্রা ক্যাথরিনা হাওলাদার, একই বিভাগের কুরতুল আইন, সরকারি মহিলা কলেজের উদ্ভিদ বিদ্যার দিলারা শাহীন লুবনা, প্রাণিবিদ্যার প্রভাষক মোহাম্মদ শফিকুল ইসলাম, তোলারামের ব্যবস্থাপনা বিভাগের মাজেদুল পলাশ ভূইঁয়া, মহিলা কলেজের রসায়ন বিভাগের দিলরুবা পারভীন, তোলারাম কলেজের রাষ্ট্রবিজ্ঞানের আম্বিয়া সুলতানা, ফজর আলী কলেজের রাষ্ট্রবিজ্ঞানের আলী হোসেন, তোলারাম কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের মুহিতুল ইসলাম ও মো. আয়নাল হক।

সর্বশেষ সংবাদ শিরোনাম