Tue, 22 Jan, 2019
 
logo
 

না.গঞ্জের ৪ প্রতিষ্ঠানের হালনাগাদ তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: পাঠদানের অনুমতি দিতে নারায়ণগঞ্জের ৪ প্রতিষ্ঠানের হালনাগাদ তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানদের কাছে এ সংক্রান্ত পৃথক চিঠি পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

চিঠিতে প্রতিষ্ঠানগুলো সরেজমিনে পরির্শন করে হালনাগাদ তথ্য চেয়ে পরিদর্শন প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিম্ন মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি দিতে ২ প্রতিষ্ঠানের, মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি দিতে ১ প্রতিষ্ঠানের এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি দিতে ১ প্রতিষ্ঠানের তথ্য ও পরিদর্শন প্রতিবেদন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রতিষ্ঠানগুলো হলো নারায়ণগঞ্জ সদর উপজেলায় ওয়ায়েস করণী আদর্শ উচ্চ বিদ্যালয়ে নিম্ন মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতির আবেদন করেছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান, একই উপজেলার রেনেসাঁ কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলকে নিম্ন মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতির আবেদন করেছিলেন স্কুলটির অধ্যক্ষ রেনেসাঁ।

অন্যদিকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতির জন্য রূপগঞ্জ উপজেলার সহিতুন্নেছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের পক্ষে আবেদন করেন প্রতিষ্ঠানটির প্রথান শিক্ষক সহিতুন্নেছা। পাশাপাশি বন্দর উপজেলার নাজিমুদ্দিন ফকির চাঁন উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি আবেদন করেন প্রতিষ্ঠাতা সভাপতি নাজিমুদ্দিন ফকির চাঁন।

সর্বশেষ সংবাদ শিরোনাম