Wed, 23 Jan, 2019
 
logo
 

অবশেষে সরকারি হলো না.গঞ্জের বেসরকারি ৩ কলেজ


স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: অবশেষে নারায়ণগঞ্জের ৩টি বেসরকারি কলেজ জাতীয়করণের সরকারি আদেশ (জিও) জারি হয়েছে। কলেজ ৩টি হলো বন্দর উপজেলার কদম রসূল, সোনারগাঁ উপলোর সোনারগাঁও ডিগ্রি ও রূপগঞ্জের মুড়াপাড়া কলেজ।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব নাসিমা খানম স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশটি জারি হয়। এর আগে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয়ার পর আজ আদেশ জারি করা হলো।

এই ৩টি বেসরকারি কলেজ সরকারি হওয়ার পর পর নারায়ণগঞ্জ জেলার মোট সরকারি কলেজ ও সমমানের প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৫টিতে। এর আগে নারায়ণগঞ্জে তোলারাম কলেজ ও মহিলা কলেজ সরকারি ছিলো।

সর্বশেষ সংবাদ শিরোনাম