Thu, 21 Feb, 2019
 
logo
 

১১ আগষ্ট থেকে ২৯ অক্টোবর: না.গঞ্জ ইসলামীয়া মাদ্রাসায় ১৪৪ ধারা জারি

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আগামী ১১ আগষ্ট থেকে ২৯ অক্টোবর পর্যন্ত নারায়ণগঞ্জ ইসলামীয়া মাদরাসা কেন্দ্রে ফাজিল ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সুষ্ট-শান্তি পূর্ণভাবে অনুষ্ঠিত করার লক্ষে পরীক্ষা চলাকালিন সময়ে মাদ্রাসা এলাকায় ১৪৪ ধারার আদেশ জারি করেছে জেলা ম্যাজিস্ট্রেট ।

বৃহস্পতিবার (৯ আগষ্ট) দুপুরে নগরীর বঙ্গবন্ধু সড়কে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে এ বিশেষ ঘোষনাটি প্রদান করা হয়।

ঘোষনাটিতে বলা হয়, ‘১৪৪ ধারার জারিকৃত সময়ে উল্লেখিত পরীক্ষা কেন্দ্র থাকায়, যে কোন ধরনের জটলা, মিটিং- মিছিল কিংবা সভা সমাবেশ করা যাবে না। যে কোন ধরনের অস্ত্র বহন ও সন্দেহ জনক ঘুরা ফেরা করা যাবেনা। উক্ত এলাকায় শান্তি নষ্ট হক এমন কোন কাজ করা যাবেনা। উক্তরুপ উদ্যেশ্যে কোন মাইক বা হর্ট ব্যবহার করা যাবেনা।

এ আদেশ পরীক্ষা গ্রহনের কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ বা আইনশৃংখলা রক্ষায় নিয়োজিত বাহিনীর ক্ষেত্রে প্রযোয্য হবে না। এ আদেশ পরীক্ষার দিনে ও সময়ে বলবৎ থাকবে। আদেশ ক্রমে জেলা ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জ। প্রচারে জেলা তথ্য অফিস নারায়ণগঞ্জ।’

সর্বশেষ সংবাদ শিরোনাম