Mon, 17 Dec, 2018
 
logo
 

এইচএসসিতে শতভাগ পাশ গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: এবারের এইচএসসি পরীক্ষায় নারায়ণগঞ্জ জেলায় শতভাগ পাশ করেছে একমাত্র গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের শিক্ষার্থীরা। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ২৬টি। এর আগে ২০১৭ সালে কলেজটিতে পাশের হার ছিল ৯৯ দশমিক ৩৯ শতাংশ। আর জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ছিল জিপিএ-৫ ৯টি।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এবছর নারায়ণগঞ্জ জেলায় ৫১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৯ হাজার ৯‘শ ৬৪ জন। পাশের হার ৬৩ দশমিক ৭২ শতাংশ। এবারের এইচএসসি পরীক্ষায় পুরো জেলায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১২১ জন।

শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ থেকে এবার ২০৯ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহণ করেন। এর মধ্যে সকলেই পাশ করে শতভাগ সাফল্য অর্জন করেছে কলেজটির শিক্ষার্থীরা।


নারায়ণগঞ্জ জেলার শিক্ষা অফিসের কর্মকর্তা নাসরিন বেগমের দেয়া তথ্য এ ফলাফল জানা যায়।


এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলের সার-সংক্ষেপ হস্তান্তরের পর দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ ফলাফল উপস্থাপন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।


এরপর নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কার্যালয় থেকে জেলার ৫ টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ফলাফল হস্তান্তর করা হয়।


উল্লেখ্য, এবছর নারায়ণগঞ্জ জেলা থেকে এসএসসি ১৯ হাজার ৯‘শ ৬৪ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। গত বছরের তুলনায় এবছর ২ হাজার ৩৮ জন পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে। এর আগে ২০১৬ সালে জেলায় মোট পরীক্ষার্থী ছিলো ১৭ হাজার ৮৮২ জন। পাশের হার ছিল ৭৬.৬২ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছিল ৫৮৩ টি।

সর্বশেষ সংবাদ শিরোনাম