Thu, 24 Jan, 2019
 
logo
 

চ্যাম্পিয়ন না.গঞ্জ কলেজ

লাইভ নারায়ণগঞ্জ: বিশ্ব পরিবেশ দিবস ২০১৮ উপলক্ষ্যে ‘প্লাস্টিক দূষণ রোধে ব্যবস্থাপনা নয়, আমাদের আচরণই মূল অন্তরা’ প্রতিপাদ্য বিষয়ে বিতর্ক প্রতিযোগীতায় নারায়ণগঞ্জ কলেজ চ্যাম্পিয়ন হয়েছে।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে রোববার (২৭ মে) দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জ সার্কিট হাউজে ওই বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। আলোচ্য বিষয়ে পক্ষে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ ও বিপক্ষে নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। এসময় শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হন নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থী রূপা রানী দে।

প্রতিযোগীতায় অংশগ্রহনকারী সদস্যরা হল, নারায়ণগঞ্জ কলেজের দলনেতা জান্নাতুল ফেরদৌস, রূপা রানী দে ও মৃত্তিকা সাহা এবং গিয়াসউদ্দিন কলেজের দলনেতা ফাহমিদা ফাইজা সায়মা, আইরিন কবির ও তামিম হাসান।

প্রতিযোগীতায় বিচারকে হিসেবে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট (সহকারী পরিচালক) মো. নয়ন মিয়া, জেলা শিক্ষা অফিসের গবেষনা কর্মকর্তা নাজমুন্নাহার খানম ও আবৃত্তি শিল্পী পিন্টু সাহা উপস্থিত ছিলেন ।

সর্বশেষ সংবাদ শিরোনাম