Wed, 20 Feb, 2019
 
logo
 

না.গঞ্জ কলেজ বিতর্ক প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন


স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জ কলেজ। বুধবার (১৬ মে) দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় এতথ্য জানান কলেজ কর্তৃপক্ষ।

বার্তাটিতে বলা হয়, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ সাফল্যে কলেজের গভর্নিং বডি, শিক্ষক-কর্মচারী অভিনন্দন জানিয়েছেন।
এদিকে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডা. আমিনুল হক লাইভ নারায়ণগঞ্জকে জানান, পুষ্টি সপ্তাহ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় ৩টি কলেজ অংশ গ্রহণ করে। এর মাঝে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নারায়ণগঞ্জ কলেজ।

সর্বশেষ সংবাদ শিরোনাম