Mon, 10 Dec, 2018
 
logo
 

আড়াইহাজারে পরীক্ষায় নকলের অভিযোগে বহিষ্কার ৩

আড়াইহাজার করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে এসএসসি পরীক্ষায় নকলের অভিযোগে তিনছাত্রকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারদের মধ্যে দু’জন কলাগাছিয়া আরএফ উচ্চ বিদ্যালয় ও একজন চৈতনকান্দা গোলাম মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) উপজেলার সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া খান জানান, পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের জন্য তিন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া ওই পরীক্ষা কেন্দ্র থেকে ১৭টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলেও জানান ইউএনও সুরাইয়া খান।

সর্বশেষ সংবাদ শিরোনাম