Sat, 16 Feb, 2019
 
logo
 

না.গঞ্জে সাময়িকভাবে বন্ধ অনেক কোচিং সেন্টার

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ঘোষণার পর শুক্রবার থেকে বন্ধ রয়েছে নারায়ণগঞ্জের অনেক কোচিং সেন্টার। আসন্ন মাধ্যমিক ও স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার সকালে দেখা গেছে, কোনো কোনো কোচিং সেন্টারের বাইরে টানিয়ে দেয়া হয় বন্ধের ঘোষণা। এছাড়া যেসব কোচিং সেন্টার বন্ধ পাওয়া গেছে সেসব প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। পাশাপাশি নগরীর বেশ কয়েকটি কোচিং সেন্টারে আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে বন্ধ করে দিয়ে এসেছে।

 এর আগে পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে তিনদিন আগে সব কোচিং সেন্টার বন্ধ রাখার কথা থাকলেও বৃহস্পতিবার সাতদিন আগে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। আদেশের বিরুদ্ধে গেলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে ব্যবস্থা নেয়ার কথাও জানানো হয়ে ছিলো শিক্ষামন্ত্রণালয় থেকে।

সর্বশেষ সংবাদ শিরোনাম