Wed, 19 Dec, 2018
 
logo
 

জেএসসির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষায় অনুপস্থিত ৯৩৫

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: অষ্টম শ্রেণির সমাপনী জুনিয়র স্কুল সার্টিফিকেট  (জেএসসি) ও মাদ্রাসা জুনিয়ার সার্টিফিকেট (জেডিসি) আজকের পরীক্ষার অনুপস্থিত ছিলেন ৯‘শ ৩৫ জন শিক্ষার্থী। এর মাঝে জেএসসি অনুপস্থিত ছিলেন ৮‘শ ৮৫জন ও জেডিসি পরীক্ষার্থী ৫০ জন।

সোমবার (১৩ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জ প্রশাসনের শিক্ষা শাখার কর্মকর্তা নাসরিন আক্তার লাইভ নারায়ণগঞ্জকে বলেন, অন্যান্য পরীক্ষার মতোই সকাল ১০টায় জেএসসিতে বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় ও জেডিসিতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান বিষয়ে পরীক্ষা নেয়া হয়।

জেএসসিতে উপস্থিত ছিলেন ৩৮ হাজার ৯‘শ ২০ জন শিক্ষার্থী ও অনুপস্থিত ছিলেন ৮‘শ ৮৫ জন। জেডিসিতে উপস্থিত ছিলেন ২৯৫০ শিক্ষার্থী ও অনুপস্থিত ছিলেন ৫০ জন।

চলতি বছর নারায়ণগঞ্জ জেলা থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৪৪ হাজার ৫‘শ ২ জন শিক্ষার্থী। এর মাঝে জেএসসি থেকে অংগ্রহণ করেছে ৪০৯৬৫ জন ও জেডিসিতে ৩৫৩৭ জন শিক্ষার্থী।

সর্বশেষ সংবাদ শিরোনাম