Tue, 11 Dec, 2018
 
logo
 

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সংস্কৃতিমনা মানুষ হিসেবে গড়ে তুলতে হবে:জিএম ফারুক

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বিকেএমইএর পরিচালক জিএম ফারুক বলেছেন, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সংস্কৃতিমনা মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আমরা যার যার ধর্ম পালন করবো কিন্তু ধর্মান্ধ হবো না।

এই ধর্মান্ধতাই আমাদের সন্তানদের জঙ্গীবাদের দিকে নিয়ে যায়। এবং এই ধর্মান্ধতাই পুরুষ শাষিত সমাজের দিকে ধাবিত করে।

বৃহস্পতিবার সকালে লিট্ল্ স্টারস একাডেমির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সংস্কৃতিমনা মানুষ হিসেবে গড়ে তুলতে হবে:জিএম ফারুক

অভিভাবকদের উদ্দেশ্য করে জিএম ফারুক বলেন, সন্তানদের সবচেয়ে কাছের মানুষ হচ্ছে বাবা-মা। তাই বাবা-মাকে শাসনের দৃষ্টিভঙ্গি পরিহার করে বন্ধুসুলভ আচরণ করতে হবে। তাদেরকে আদর সোহাগ ও ভালবাসা দিতে হবে। আপনারা সন্তানদের প্রতি নজর রাখবেন। সুনাগরিক হিসেবে গড়ে তুলবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশীপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী বাবু কৃষ্ণ সাহা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন লিট্ল্ স্টারস একাডেমির চেয়ারম্যান মো: নূরে আলম, প্রিন্সিপাল হাবিবুর রহমান হাবিব,  পরিচালক আরাফাত আলম জিতু ও হাবিব মো: হিমু, শিক্ষকৃবন্দ, ছাত্রছাত্রী ও তাদের তাদের অভিভাবকবৃন্দরা।

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সংস্কৃতিমনা মানুষ হিসেবে গড়ে তুলতে হবে:জিএম ফারুক

শিক্ষকদের উদ্দেশ্য এই বিশিষ্ট শিক্ষনুরাগী বলেন, শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর। তাই একজন শিক্ষককে আপাদমস্তক শিক্ষকের মন-মানসিকতা থাকতে হবে। পূথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ থেকে একজন শিক্ষার্থীকে শুদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলা যায় না। সকলের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীরা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সংস্কৃতিমনা মানুষ হিসেবে গড়ে তুলতে হবে:জিএম ফারুক

শিক্ষার্থীদের উদ্দেশ্য বিশিষ্ট সমাজসেবক জিএম ফারুক বলেন, নিজেদেরকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন আগামী দিনে তোমরাই এ দেশের নেতৃত্ব দিতে পারো। তোমাদের বিজ্ঞান জানতে এবং সংস্কৃতিমনা হতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের দেশ এগিয়ে যাবে।
বিশেষ অতিতির বক্তব্যে শ্রী বাবু কৃষ্ণ সাহা বলেন, বর্তমানে পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁসের হিউমার চড়ানো হয়। যা আমাদের শিক্ষার্থীদের জন্য খুবই ক্ষতিকর। সুতরায় প্রশ্নপত্র হোক আর না হোক এদিকে নজর দিবেন না। সন্তানকে সুশিক্ষাই শিক্ষিত করে তুলুন।

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সংস্কৃতিমনা মানুষ হিসেবে গড়ে তুলতে হবে:জিএম ফারুক

বক্তব্যে শেষে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেষ্ট ও পুরস্কৃত করা হয়। এর আগে অতিথিদেরকে স্কুলের শিক্ষার্থীরা ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

সর্বশেষ সংবাদ শিরোনাম