Mon, 17 Dec, 2018
 
logo
 

বন্দর উপজেলায় ৫ম শ্রেণীর মডেল টেস্ট শুরু

সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলায়ও বৃহস্পতিবার থেকে পঞ্চম শ্রেণীর মডেল টেষ্ট শুরু হয়েছে। উপজেলার সরকারি-বেসরকারি সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২ টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নিচ্ছে।

প্রথম দিনে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্নের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সরেজমিনে যাওয়া হয় উপজেলার বন্দর ইউনিয়নে মিরকুন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে। ওই কেন্দ্রে ১০টি প্রাথমিক বিদ্যালয় মডেল টেস্টে অংশ নেয়। আলাপকালে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত মিরকুন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক মোঃ শাহ আলম মোল্লা জানান,মডেল টেস্ট পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। এখানে অভিভাবকদেরকেও  বসার ব্যবস্থা করা হয়েছে।

সর্বশেষ সংবাদ শিরোনাম