Fri, 14 Dec, 2018
 
logo
 

৩০অক্টোবরের মধ্যে না.গঞ্জ হাই স্কুলের গর্ভনিং বডি’র নির্বাচন

লাইভ নারায়ণগঞ্জ: দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নারায়নগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গর্ভনিং বডি’র নির্বাচন ঘোষনা করেছে কর্তৃপক্ষ। শিক্ষা বোর্ডের বিধিমালা অনুষায়ী চলতি ৩ অক্টোবরের মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কমল কান্তি সাহা জানিয়েছেন।

তিনি জানান, ইতিমধ্যে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাবকদের সহ শিক্ষক ও দাতা সদস্যদের চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। বর্তমানে স্কুলের ৬ষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবক এবং কলেজ শাখার একাদশ শিক্ষার্থীদের অভিভাবকরা দুই ক্যাটাগরিতে ভোটার হয়েছেন। এর মধ্যে পুরুষ অভিভাবক ভোটার স্কুল পর্যায়ে ১১৭৮জন এবং নারী ভোটার ১৯জন। একাদশ শ্রেণীতে মোট ভোটার ২৬জন।এছাড়া দাতা ক্যাটাগরিতে মোট ভোটার ২৯জন এবং শিক্ষক ক্যাটাগরিতে স্কুল পর্য়ায়ে মোট ভোটার ২৯জন পুরুষ এবং ১৩জন নারী এবং কলেজ শাখায় ৫জন। এ প্রসংঙ্গে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কমল কান্তি সাহা জানান, অভিভাবক ক্যাটাগরিতে স্কুল পর্যায়ে ২জন প্রতিনিধি এবং কলেজ শাখা থেকে ২জন অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হবেন। এ ছাড়া সংরক্ষিত নারী আসনে একজন মহিলা সদস্য নির্বাাচিত হবেন। এ ছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে স্কুল থেকে একজন পুরুষ এবং একজন নারী শিক্ষক প্রতিনিধি এবং কলেজ শাখা থেকে একজন শিক্ষক প্রতিনিধি ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন।তিনি জানান, যে সব শিক্ষার্থীদের পিতা জীবিত নেই অথবা বিবাহ বিচ্ছেদ (ডিভোর্স)হয়েছেন স্বামীর সাথে কেবল মাত্র সে সব নারী মা’রাই সংবক্ষিত নারী আসনে ভোটার এবং প্রার্থী হতে পারবেন।তিনি জানান,প্রচলিত নিয়ম অনুযায়ী দশম এবং দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীর অভিভাবকরা ভোটার হতে পারবেন না।তিনি বলেন বর্তমান কমিটির মেয়াদ আগামী ৩০নভেম্বর শেষ হবে। সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

সর্বশেষ সংবাদ শিরোনাম