Mon, 10 Dec, 2018
 
logo
 

চিত্তরঞ্জন কটন মিলস উচ্চ বিদ্যালয়ে নির্বাচন: আনোয়ার হোসেনের মনোনয়ন পত্র জমা

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইলের চিত্তরঞ্জন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ নির্বাচনে অভিভাবক প্রতিনিধি হিসেবে সমাজকর্মী ও শিক্ষানুরাগী আনোয়ার হোসেন মনোনয়ন পত্র ক্রয় করে বৃহস্পতিবার দুপুরে জমা দিয়েছেন।

আরামবাগের মোঃ রিপন এর সমর্থনে বন্দর চৌরাপাড়ার গোলাম মোস্তফার সমর্থনে প্রার্থী আনোয়ার হোসেনের পক্ষে প্রায় শতাধিক বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মনোনায়ন পত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন। আগামী ৫ই অক্টোবর পরিচালনা পর্ষদের নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে নির্বাচন পরিচালনা করবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফি।

প্রিজাইডিং অফিসারের পক্ষে সহকারী প্রধান শিক্ষক মহাদেব চন্দ্র দেবনাথ সকল প্রার্থীদের মনোনয়ন পত্র গ্রহণ করেন। চিত্তরঞ্জন কটন মিলস উচ্চ বিদ্যালয়ে একজন প্রাক্তন ছাত্র হিসেবে আনোয়ার হোসেন অত্র বিদ্যালয়ের লেখা পড়ার মান উন্নয়নে একজন নিবেদিত প্রাণ। এলিগেন্স প্রি ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি আনোয়ার হোসেন ড্রিম ট্যাক্স এন্ড ফেব্রিক্স লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে রয়েছেন।

আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে সন্ত্রাস, মাদক ও ইভটিজিং সহ সচেতনা বৃদ্ধিতে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন। গোদনাইল তাঁত খানা এলাকার মোঃ নজরুল ইসলামের সু সন্তান আনোয়ার হোসেন এবারই প্রথম চিত্তরঞ্জন কটন মিলস উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি সদস্য হিসেবে নির্বাচন করার জন্য সকলের ভালোবাসায় এগিয়ে যেতে চান। ইতিমধ্যে ভোটার মাঝেও যথেষ্ট সাড়া ফেলেছেন। তিনি সকলের দোয়া চেয়ে আগামী ৫ই অক্টোবরে নির্বাচনে ভোটারদের মূল্যবান ভোট দেওয়ার আহ্বান জানান।

বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় আনোয়ার হোসেনের সাথে ছিলেন গোদনাইলের প্রিয় মুখ উজ্জল হোসেন, সমাজকর্মী এম এ মান্নান ভূইয়া, জাহাঙ্গীর হোসেন স্বাধীন, হাজী আব্দুর রব, মর্তুজা আলী, মোঃ মতিন, নুরুল ইসলাম নুরু, মোঃ ঝন্টু, আব্দুল হাই, শাহজাহান মাদবর, সালাম মৃধা, মজিবুর রহমান, আবুল হোসেন, শংকর, মোঃ আনিছ, নাসির মিয়া, শাকিল, আনোয়ার, আব্দুল মান্নান, অতল মিয়া, ও গাজীউল রহমান প্রমুখ।

সর্বশেষ সংবাদ শিরোনাম