Mon, 23 Apr, 2018
 
logo
 

মেলার প্রথম দিনে ৭৮ জনকে সাজেদা’র বৃত্তি প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ৩দিন ব্যাপি উন্নয়ন মেলার প্রথম দিনে ৭৮ জনকে বিভিন্নখাতে বৃত্তি প্রদান করেছে সাজেদা ফাউন্ডেশন।


অতিরিক্ত জেলা প্রশাসক মো. জসিমউদ্দিন হায়দারের হাত থেকে বৃত্তি নেন সকলে ।

এসময় উপস্থিত ছিলেন সাজেদা ফাউন্ডেশনের ক্লাশর্টার লিডার অতুল কর্মকার, এড়িয়া সমন্নয়কারী শফিকুল ইসলাম ও নেতৃবিন্ধ।
মেলার প্রথম দিনে ৭৮ জনকে সাজেদা’র বৃত্তি প্রদান
সোমবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে শিক্ষাবৃত্তি, দুর্যোগদাবি ও স্বাস্থ্যদাবি অনুষ্ঠিত হয়। নগরীর পৌর স্টেডিয়াম সংলগ্ন বালুর মাঠে জেলা প্রশাসকের আয়োজিত মেলাটি সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে রাত সাড়ে ৮ টা পর্যন্ত।

সর্বশেষ সংবাদ শিরোনাম