Sat, 23 Jun, 2018
 
logo
 

উৎসাহ উদ্দীপনায় মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতনে ‘বই উৎসব’

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ : সদর উপজেলার হাজীগঞ্জে মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দ্বিতীয় দিনের মত বই উৎসব পালিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এই বই উৎসব উদ্বোধন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মো. শাহ আলম।

এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিমুন নেছা গাজী, সহকারী শিক্ষক নাদিরা রহমান, রাহেলা মাহমুদ, ইমরান হোসেন, আবুল কালাম, মাসুদ পারভেজ প্রমূখ।

এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মো. শাহ আলম শিক্ষার্থীদের উদেশ্য বলেন, নতুন বছরের প্রথম দিনে নতুন বইয়ের সুবাসে যেমন আনন্দ পেয়েছে। ঠিক বছর শেষ ভালো ফলাফল করার লক্ষে প্রতিদিন বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য আহবান করছি।

মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিমুন নেছা গাজী বলেন, নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আরো উৎসাহ নিয়ে বিদ্যালয়ে পাঠদানে মনোযোগী হবে।

সর্বশেষ সংবাদ শিরোনাম