Wed, 19 Dec, 2018
 
logo
 

আব্দুল মান্নান’র কুলখানীতে বিএনপি নেতা সাখাওয়াত

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আব্দুল মান্নান’র কুলখানী অনুষ্ঠানে গিয়েছে নারায়ণগঞ্জ বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন খান।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে বন্দর থানার ধামগর ইউনিয়নের গকুল দাসের বাগ এলাকায় তার কুলখানী অনুষ্ঠিত হয়। সেখানে সাখাওয়াত হোসেন খান সদ্যপ্রয়াত আব্দুল মান্নান’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ও তাঁর পরিবারের খোঁজ খবর নেন।

এসময় মরহুমের আত্মীয়স্বজন, সুহূদ, মহানগর ও বন্দর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ শিরোনাম