Tue, 11 Dec, 2018
 
logo
 

আইভীকে আমন্ত্রণ জানাতে নগর ভবনে সেলিম ওসমান


স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. সেলিনা হায়াত আইভীকে আমন্ত্রণ জানাতে নগর ভবনে গেয়েছে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান।

বুধবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় নিজস্ব অর্থায়নে নির্মিত স্কুলগুলোর উদ্বোধনে অনুষ্ঠানে সেলিম ওসমান আমন্ত্রণ জানান মেয়র আইভীকে। এসময় সিটি করপোরেশনের মাসিক সভায় উপস্থিতি কাউন্সিলদের সাথে নিয়ে যাওয়ার পরামর্শদেন তিনি।

জানা গেছে, ওই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও স্থানিয় সাংসদ ও আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত থাকবে।

এর আগে সাংসদ সেলিম ওসমান ১৯ নভেম্বর জেলা প্রশাসকের সার্কিট হাউজের সম্মেলন কক্ষের একটি সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই এবং পরদিন মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনের সাথে মোবাইল ফোনে আলাপ করে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ করেছে বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ শিরোনাম