Thu, 24 Jan, 2019
 
logo
 

'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী ও কর্ম পরিকল্পনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) উপলক্ষে এডভোকেসী ও কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ জানুয়ারী) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

জেলা সিভিল সার্জন ডা. মো. এহসানুল হক’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. আবু ইউসুফ।

রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল বারী, জেলা পুলিশের বিশেষ শাখার পরির্দশক শারাফাত উল্লাহ, জেলা পরিবার পরিকল্পনার উপ পরিচালক মো. বশির উদ্দিন, ৩‘শ শয্যা হাসপাতালের কনসালট্যান্ট (শিশু) ডা ও বিধান পোদ্দার।

জেলা স্বাস্থ্য শিক্ষা (সিনিয়র) আমিনুল হকের উপস্থাপনায় প্রেজেন্টেশনে ছিলেন ডা. ফারহানা।

এ ছাড়াও সভায় অনান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা ইপিআই সুপারিয়েনটেন্ডেন্ট লুৎফর রহমান, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপন দেবনাথ, প্রোগ্রাম অর্গানাইজার (যক্ষ্মা-কুষ্ঠ) আলতাফ মোল্লাসহ জেলা সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাগণ।

সর্বশেষ সংবাদ শিরোনাম