Wed, 23 Jan, 2019
 
logo
 

বিএমএ নির্বাচন: ভোট গণনকা‌লে ডা.বাহারের উপর ডা. সোহেলের হামলা

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: চাষাড়া রাইফেল ক্লাবে মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) এর নির্বাচনে ভোট গণনাকালে বিহরাগতদের হামলার শিকার হয়েছে চৌধুরী ইকবাল বাহার ও দেবাশীষ রায় প্যানেলের লোকজন। এ ঘটনায় একজন এএসপিসহ অন্তত ৮জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১১ টার দিকে আতিকুজ্জামান সোহেল ও নিজাম আলী প্যানেলের পক্ষ হয়ে ওই হামলা চালানো হয়। এতে চৌধুরী ইকবাল বাহার, ঢাকা জেলার এএসপি মিজানুর রহমান ও ইউসুফ আলী সরকারের নাম পাওয়া গেছে। সূত্র জানায় বহিরাগতদের মধ্যে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত গ্রুপ আতিকুজ্জামান সোহেলের নেতৃত্বে চৌধুরী ইকবাল বাহার প্যানেলের লোকজনসহ উপস্থিতি আরও বেশ কিছু ডাক্তারদের উপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় রাইফেল ক্লাবের ভেতরে এবং বাইরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আতিকুজ্জামান সোহেল প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী নিজাম আলী ও যুগ্ম সম্পাদক প্রার্থী অলোক কুমার ভোট গণনা কক্ষ থেকে বের হয়ে এসে প্রচার করে তাঁদেরকে নাজেহাল করা হয়েছে। এ খবর শোনার পরপরই সভাপতি প্রার্থী সোহেলের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, সাগর ও সুমনসহ একদল বহিরাগত ডা. চৌধুরী ইকবাল বাহারের উপর হামলে পড়ে। এসময় ইকবাল বাহারের পক্ষে আসা ঢাকা জেলার এএসপি মিজানুর রহমান ঘটনা কি জানতে চাইলে তাঁকে বেধড়ক মারধর করা হয়। সূত্রটি আরও জানায়, এ ঘটনার পরপরই আতিকুজ্জামান সোহেলের পক্ষের লোকজন রাইফেল ক্লাবের ভেতরে ও বাইরে ব্যাপক তা-ব চালায়। এসময় রাইফেল ক্লাবের বাইরে ইকবাল প্যানেলের দপ্তর সম্পাদক প্রার্থী ইউসুফ আলী সরকারকেও বেধড়ক মারধর করে। এছাড়াও ডা. সোহেলের নেতৃত্বে আসা বহিরাগতরা রাইফেল ক্লাবের ভেতরে চেয়ার ছোড়াছুড়ি করে ব্যাপক তা-ব চালায়। এদিকে এমন উত্তেজনাকর পরিস্থিতিতে প্রায় আধঘণ্টা ভোট গণনা বন্ধ ছিলো। পরবর্তীতে সদর ও ফতুল্লা থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি শান্ত করলে পুনরায় রাত ১২টার দিকে ভোট গণনা শুরু হয়। এ প্রসঙ্গে ডা. চৌধুরী ইকবাল বাহার বলেন, “আমরা আনঅফিসিয়ালি এগিয়ে থাকায় আমাদের অপজিশন প্যানেল পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।” প্রসঙ্গত, সকাল থেকেই ভোট শুরু হওয়ার সময় থেকে রাইফেল ক্লাবে ৯৩’র ব্যাচ ডা. আতিকুজ্জামান সোহেলের প্যানেলের পক্ষে অবস্থান করে। এই গ্রুপটির কয়েকজনকে রাতেও রাইফেল ক্লাবে অবস্থান করতে দেখা গেছে।

সর্বশেষ সংবাদ শিরোনাম