Tue, 11 Dec, 2018
 
logo
 

১৫ আগস্ট না.গঞ্জের ১২০ প্রতিষ্ঠানে বিনামূল্যে চিকিৎসা সেবা

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের ১২০ কমিউনিটি ক্লিনিক ও সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা ও রোগ নির্ণয় পরীক্ষা করা হবে।

গত মঙ্গলবার (৮ আগষ্ট) সচিবালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের থেকে কমিউনিটি ক্লিনিক ও সরকারি হাসপাতাল গুলোকে এই নির্দেশ দেন।
জেলা প্রশাসন সূত্র বলছে, নারায়ণগঞ্জ জেলায় ২টি সরকারি হাসপাতাল, ৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ১২টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ১০১টি কমিউনিটি ক্লিনিক ও ১টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র রয়েছে।
১৫ আগষ্টের দিন সরকারি হাসপাতালে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বহির্বিভাগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও রোগ নির্ণয় পরীক্ষা করা হবে। পাশাপাশি জরুরি বিভাগ ও অভ্যন্তরীণ বিভাগে ২৪ ঘণ্টা বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সর্বশেষ সংবাদ শিরোনাম