Fri, 14 Dec, 2018
 
logo
 

না.গঞ্জে ৪ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হলো ভিটামিন ‘এ’

লাইভ নারায়ণগঞ্জ: ভিটামিন ‘এ’ এর অভাবজনিত অপুষ্টি ও শিশুমৃত্যুর হার কমানোর লক্ষ্যে শনিবার (১৪ জুলাই) সারাদেশের মতো নারায়ণগঞ্জে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

জেলার ১৪০৫টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ২৭ হাজার শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

এদের মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ৫৬ হাজার ১৩ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৭১ হাজার ১৫৯ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

শনিবার (১৪ জুলাই) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জসিমউদ্দিন হায়দার। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. এহসানুল হক, নারায়ণগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. জাহাঙ্গীর আলম প্রধান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনে আরা বেগম বীনা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চৌধুরী মোহাম্মদ ইকবাল বাহার, পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা সদানন্দ রায়, উপজেলা মেডিকেল অফিসার ডা. সেলিমা বেগম, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক স্বপন দেবনাথ, স্বাস্থ্য পরিদর্শক মো. জাফর।

সর্বশেষ সংবাদ শিরোনাম