- Details
-
Published on Wednesday, 13 December 2017 15:59
রূপগঞ্জ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইসলামি ব্যাংক ও আল-রাফি হাসপাতালের যৌথ উদ্যোগে এক অনন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বুধবার দিনব্যাপি গোলাকান্দাইল আল-রাফি হাসপাতালে ইসলামি ব্যাংক রূপগঞ্জ শাখার এক হাজার নারী গ্রাহককে ফ্রি চিকিৎসাসেবার মাধ্যমে এ উদ্যোগ নেওয়া হয়।
ইসলামি ব্যাংক রূপগঞ্জ শাখার ম্যানেজার জসিম ভূইয়ার সভাপতিত্বে ফ্রি চিকিৎসাসেবা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলামিষ্ট, গবেষক, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও আল-রাফি হাসপাতালের চেয়ারম্যান লায়ন মীর আব্দুল আলীম। এসময় আরো বক্তব্য রাখেন ভুলতা ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম ভূইয়া, গোলাকান্দাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মতিন ভূইয়া। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, কালের কণ্ঠের এসএম শাহাদাত, নিজামউদ্দিন আহম্মেদ, বাংলাদেশের খবরের ইমদাদুল হক দুলাল, মীর শফিকুল ইসলাম, এস এম রোবেল মাহমুদ, আতাউর রহমান সানি, রোবেল সিকদার, এম এইচ বিজয় প্রমুখ।