Thu, 24 Jan, 2019
 
logo
 

শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের বৈঠক বিকালে

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: শ্রমিক ছাঁটাই ও নতুন বেতন কাঠামো বাস্তবায়ন আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে বৈঠক ডেকেছেন অবন্তি কালার লিমিটেডের মালিক এইচ এম আসলাম সানি।

মঙ্গলবার বিকালে গার্মেন্টসটিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন তৈরি পোশাক কারখানার শ্রমিক ও সংশ্লিষ্ট নেতারা।

এদিকে নগরীতে ৭ দফা দাবিতে ৪র্থ দিনের বিক্ষোভ সমাবেশ শেষে পঞ্চম দিনের মাথায় আজ সকালে কর্মসংস্থ্যানে অংশ নেয় আন্দোলনরত শ্রমিকদের একটি অংশ। ছাঁটাই হওয়া শ্রমিকদের নিয়ে বিকালে আলোচনা হবে।

এবিষয়ে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা সভাপতি এম এ শাহীন লাইভ নারায়ণগঞ্জকে জানান, সকালে আমি, শ্রমিক নেতা ইকবাল হোসেন ও তরকিুল সুজনের নেতৃত্বে শ্রমিকদের কাজে যোগদান করিয়েছি। বিকালে ছাঁটাই হওয়া শ্রমিকদের নিয়ে মালিক পক্ষের সাথে আলোচনা হবে।

সর্বশেষ সংবাদ শিরোনাম