Wed, 16 Jan, 2019
 
logo
 

স্থিতিশীল সবজি, চড়া মাছের দাম

লাইভ নারায়ণগঞ্জ: সরবরাহ স্বাভাবিক থাকায় বেশিরভাগ সবজির দাম তুলনামূলক স্থিতিশীল। ব্যবসায়ীরা জানান, নতুন আলু ও টমেটো, বেগুনসহ কয়েকটি পণ্যের দাম কিছুটা বাড়তি হলেও অন্যান্য সবজি পাওয়া যাচ্ছে ৩০-৪০ টাকার মধ্যে।

বাজার ঘুরে দেখা যায়, সরবরাহ ভালো হওয়ায় চাষের মাছ ও ইলিশের দাম তুলনামূলক কম। তবে চড়া শোল, টাকি, শিং, সহ খাল বিলের মাছের দাম।

সাপ্তাহিক ছুটির দিনে কাঁচা বাজারে ক্রেতা সমাগম যেমন রয়েছে তেমনি সবজির সরবরাহ রয়েছে পর্যাপ্ত। শীতকালীন সবজির মধ্যে ফুল কপি, বাধা কপি শিম, মুলা সহ কয়েকটি সবজির সরবরাহ বেশি। এর বাইরে অন্যান্য সবজিও রয়েছে চোখে পড়ার মতো। ফলে দামও রয়েছে অনেকটা হাতের নাগালে। যদিও এ নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

রুই, কাতলার পাশাপাশি দেশের নানা অঞ্চল থেকে আসা খাল-বিলের প্রচুর মাছের দেখা মিলছে বাজারে। রয়েছে ইলিশের পর্যাপ্ত সরবরাহ। তবে দাম চড়া অভিযোগ ক্রেতাদের।

গত সপ্তাহের তুলনায় কেজিতে ৫ টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২০ টাকা। এছাড়া গরুর মাংস ৪৮০-৫০০ টাকা আর খাসির মাংস পাওয়া যাচ্ছে ৭৫০-৮০০ টাকায়।

সর্বশেষ সংবাদ শিরোনাম