Tue, 22 Jan, 2019
 
logo
 

‘জীন-ভূতের আক্রমনে ৩ জনের মৃত্যু’ এমন গুজবে মেট্রো গার্মেন্টেসে উত্তেজনা

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ‘জীন-ভূতের আক্রমনে ৩ জনের মৃত্যু হয়েছে’ এমন গুঞ্জন সোস্যাল মিডিয়াসহ ছড়িয়ে পরেছে পুরো এলাকা জুড়েই। এতে অনেকেই বিভ্রান্তীকর মন্তব্যও করছেন। কেউ জ্বলছিল ক্ষোভের আগুনেও।

বুধবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় শিল্পাঞ্চল ফতুল্লার অবস্থিত মেট্রো গার্মেন্টেসে এঘটনা ঘটেছে বলে লাইভ নারায়ণগঞ্জের কাছে তথ্য আসে। এতে উত্তেজনা দেখা দেয় ওই গার্মেন্টস সহ আশপাশের এলাকায়।

জানা যায়, ৩১ অক্টোবর বিভিন্ন সোস্যাল মিডিয়া ও স্থানীয় এলাকাবাসীর লোক মুখে জীন-ভূতের আক্রমনে শিকার হয়ে ফতুল্লার রামারবাগ এলাকায় অবস্থিত মেট্রো গার্মেন্টেসে ‘৩ জনের মৃত্যু হয়েছে’ এমন গুঞ্জন ছড়াচ্ছে কেউ। এতে বিভ্রান্ততে পরছে অনেকেই। কেউ আবার বেফাঁস মন্তব্যও করছেন।


তবে ওই গার্মেন্টেসে কর্মরত একাধীক শ্রমিক জানান, গত ২ দিনে মেট্রো গার্মেন্টেসে ৪ শ্রমিক টয়লেটে গিয়ে অসুস্থ্য হয়ে পরে। কর্তৃপক্ষ তাদের সাথে সাথে হাসপাতালে নিয়ে গেছে। এরপর আর কিছু জানি না। বিষয়টি কর্তৃপক্ষ ও পরিবারের লোকজন ভালো বলতে পারবে।

নারায়ণগঞ্জ খানপুর হাসাপাতালে নজরুল ইসলাম নামের এককর্মী দায়িত্বরত চিকিৎসকের সাথে কথা বলে জানান, মেট্রো গার্মেন্টেস থেকে এক নারীকে আনা হয়েছিল। শারীরিক ভাবে ওই নারী কিছুটা দূর্বল হওয়ায় চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে।

অন্যদিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপালে হাসপাতাল থেকে আমাদের প্রতিনিধি জানান, ৩১ অক্টোবর সারাদিনে জেলার কোন স্থান থেকেই লাশ আসেনি।

এবিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহ্ জালাল জানান, মেট্রো গার্মেন্টসে কেউ মারা গেছে, এখন পর্যন্ত আমার কাছে এমন কোন তথ্য আসেনি।

সর্বশেষ সংবাদ শিরোনাম