Sun, 17 Feb, 2019
 
logo
 

নাসির ওয়াশিং ডাইংয়ের বয়লার বিষ্ফোরণ, নিহত ১

জেলার সদর উপজেলায় একটি কারখানার বয়লার বিষ্ফোরণে এক শ্রমিকের মৃত্যু ও কয়েকজন আহত হয়েছে। শনিবার (৬ অক্টোবর) ভোর ৫টায় ফতুল্লার দক্ষিণ শিহাচর লালখা খানকার মোড় এলাকায় অবস্থিত আল নাসির ওয়াশিং ডাইং নামে কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক সেলিম মিয়া। আহত শ্রমিক আব্দুল্লাহ সহ আরো কয়েকজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫টায় বিকট শব্দ হয়। এতে আশপাশের বাড়ি ঘরের লোকজনের ঘুম ভেঙে যায়। এসময় চিৎকারের শব্দ শুনে দৌড়ে এসে দেখেন সেলিম ও আব্দুল্লাহ নামে দুই শ্রমিককে মুমূর্ষু অবস্থায় কারখানা থেকে নিয়ে যাচ্ছে মালিক পক্ষের লোকজন। এরপর কারখানার গেইটে তালা দিয়ে মালিকপক্ষও চলে যায়। বাইরে থেকে দেখা যায়, কারখানার টিনের চাল বিস্ফোরণে উড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, শাহ আলম ডাইং কারখানার জমিটি ভাড়া দিয়েছে এক ব্যক্তির কাছে। সেই ব্যক্তির নামে কারখানাটির নাম রাখা হয়েছে। আহত শ্রমিকদের কি অবস্থা তা কেউ বলতে পারেন না।

এ বিষয়ে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার হান্নানুর রফিক রঞ্জু বলেন, দুইজন দগ্ধ হয়েছেন। জানতে পেরেছি তাদের মধ্যে সেলিম মারা গেছে।

ফতুল্লা মডেল থানার এসআই আমিনুল ইসলাম জানান, কারখানার ম্যানেজার এক শ্রমিকের মৃত্যুর কথা বলেছে। কারখানার মালিকের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ শিরোনাম