Wed, 23 Jan, 2019
 
logo
 

নবম বারের মত সিআইপি সম্মাননা গ্রহন করলেন এমপি সেলিম ওসমান

লাইভ নারায়ণগঞ্জ: বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় আয় বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় নবম বারের মত বাণিজ্যিক গুরুত্বপূর্ন ব্যক্তি(সিআইপি) সম্মাননা গ্রহন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শিল্প মন্ত্রনালয় কর্তৃক প্রদত্ত সিআইপি(শিল্প)-২০১৬ এর সম্মাননা কার্ড এমপি সেলিম ওসমানের হাতে তুলে দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুল হালিমের সভাপতিত্বে সিপআইডি কার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর সভাপতি শফিউল ইসলাম (মহিউদ্দিন)।

সর্বশেষ সংবাদ শিরোনাম