Wed, 23 Jan, 2019
 
logo
 

১২ দফা দাবিতে ২য় দিন শ্রমিকদের মিছিল ও সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বেআইনীভাবে বন্ধ বেকা গার্মেন্টস ও টেক্সটাইল অবিলম্বে চালুসহ ১২ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিকরা।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ শহরে কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেন। এরপর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়।

কারখানার শ্রমিক সংগ্রাম কমিটির আহ্বায়ক সোহরাব হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক, সহ-সভাপতি হাসনাত কবীর, সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ, বিসিক শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ সাইদুর, গাবতলী-পুলিশ লাইন শাখার সহসাধারণ সম্পাদক খোরশেদ আলম, সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক দুলালী, সদস্য রুনা, সোহাগী, কামাল, জলিল ও দেলোয়ার।
নেতৃবৃন্দ বলেন, আদমজী ইপিজেড-এ বেকা গার্মেন্টস ১২ সেপ্টেম্বর থেকে অবৈধভাবে মালিক বন্ধ করে দিয়েছে। এতে কারখানার ১২ শতাধিক শ্রমিক চরম অনিশ্চয়তায় পড়েছে। কোনরকম আলাপ-আলোচনা ছাড়া কারখানা বন্ধ করায় পরিবার নিয়ে কিভাবে চলবে এ দুঃচিন্তায় শ্রমিকরা দিশেহারা।
নেতৃবৃন্দ বলেন, ইপিজেড আইনে ৭ কমর্ দিবসে বেতন দেয়ার আইন থাকলেও বেকা গামেন্টসে কখনো আইন অনুযায়ী বেতন দেয়া হয় না। গত এক বছরেরও বেশী সময় ধরে ১০ ঘন্টা সময়ের পরে অতিরিক্ত ওভারটাইমের টাকা দেয়া হয় না। ১০ ঘন্টার পরের ওভারটাইম কার্ডে তোলা হয় না। মাতৃত্বকালীন ছুটির টাকা দেয়া হয় না। এগুলো নিয়ে কর্তৃপক্ষের সাথে শ্রমিকরা কথা বলতে চাইলে তাদের গালিগালাজ করা হয়, ভয়-ভীতি দেখানো হয়। শ্রমিকরা তাদের সংকট নিরসনে মালিকের কাছে ১২ দফা দাবি জানিয়েছে। এসময়েই মালিক অবৈধভাবে কারখানা বন্ধ করে দিয়েছে। শ্রমিকরা তাদের অভিযোগ লিখিতভাবে জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিল্প পুলিশ, বেপজাকে জানিয়েছে। কেউই এখনো সংকট নিরসনের উদ্যোগ নেয়নি। নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমিকদের ১২ দফা দাবি মেনে নিয়ে কারখানা খুলে দেয়ার দাবি জানান।

সর্বশেষ সংবাদ শিরোনাম