Thu, 21 Feb, 2019
 
logo
 

‘ওয়াকার’ ফুটওয়্যার এবার না.গঞ্জে


প্রেস বিজ্ঞপ্তি: আরএফএল গ্রুপের ফুটওয়্যার ব্রান্ড ‘ওয়াকার’ আরও তিনটি শোরুম চালু করেছে। সম্প্রতি নারায়ণগঞ্জের ভুলতায় শোরুমটির উদ্বোধন করেন আরএফএল এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।

বতর্মানে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ওয়াকার ফুটওয়্যারের ১৯টি শোরুম চালু রয়েছে। ওয়াকার শোরুমে বিভিন্ন ডিজাইনের ক্যাজুয়াল সু, স্পোর্টস সু, কিডস সু ও সব বয়সীদের জন্য আকর্ষনীয় ডিজাইনের জুতা ও ফ্যাশন এক্সেসরিজ পাওয়া যাচ্ছে।

ওয়াকার ফুটওয়্যার এর প্রধান পরিচালন কর্মকর্তা কামরুল হাসান, ব্র্যান্ড ম্যানেজার মাইনুল হাসান ও রিটেইল ম্যানেজার শাহজাহান সানিসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ শিরোনাম